ছাত্রী ভর্তি নিয়ামাবলী

• আরবি বছরের ৭ই শাওয়াল হতে নতুন শিক্ষাবর্ষ ও কার্যক্রম শুরু হয়।
• মাদরাসা অফিস থেকে ১০০/- (একশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়। যে কোন শাখায় ভর্তি ফি ২৯০০/- (দুই হাজার নয়শত) টাকা মাত্র  অফেরত যোগ্য সাথে এক মাসের বেতন, হলচার্জ ও খোরাকির টাকা অগ্রিম প্রদান করতে হয়।
• আবাসিক ছাত্রীদের মাসিক বেতন ও হলচার্জ ১৩০০ টাকা এবং খোরাকী ২৫০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে সর্বমোট ৩৮০০/- (তিন হাজার আটশত) টাকা তবে ইবতেদায়ি -১ হতে ইবতেদায়ি -৫ পর্যন্ত খোরাকী ২৩০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ৩৬০০ (তিন হাজার ছয় শত) টাকা প্রদান করতে হয়।
১২ মাসেরই বেতন ও হলচার্জ পরিশোধ করতে হবে। উল্লেখ্য, মাসে ২০ দিন খানা জারী থাকলেই পূর্ণ মাস গণ্য হবে। ২০দিনের কম উপস্থিতির ক্ষেত্রে
• ২০ দিনের কম উপস্থিতির ক্ষেত্রে (ইবতেদায়ি-১ থেকে ইবতেদায়ি-৫ পর্যন্ত ) খানার টাকা হতে প্রতিদিন ৭৬ টাকা এবং অন্যান্য ক্লাসে প্রতিদিন ৮৩ টাক হারে কর্তন হবে।
• যারা আবাসিক তবে খানা বাসা থেকে আসে, তাদের মাসিক বেতন ও হলচার্জ ১৩০০/- (এক হাজার তিনশত) টাকা।
• অনাবাসিকদের মাসিক বেতন ও হলচার্জ ১৩০০/- (এক হাজার তিনশত) টাকা।
• প্রতি ইংরেজি মাসের প্রথম সাত দিনের মধ্যে মাদরাসার সমুদয় পাওনা পরিশোধ করতে হয়।
• প্রয়োজনীয় আসবাব যথা মশারীসহ বেডিং, বাটি, প্লেট, লবণদানী, জগ, গ্লাাস, টয়লেট পেপার ইত্যাদি ছাত্রীকে নিজ দায়িত্বে ব্যবস্থা করতে হয়। ব্যক্তিগত অন্যান্য খরচাদি ছাত্রীর নিজেকে বহন করতে হবে।
• বৃহস্পতিবার বাদ আসর হতে মাগরিব পর্যন্ত এবং শুক্রবার সকাল ৮ টা থেকে মাগরিব পর্যন্ত অভিভাবকগণ সাক্ষাৎ করতে পারবেন। তবে প্রতি সপ্তাহে নয়।
• সাক্ষাতের সময় প্রত্যেক অভিভাবককে মাদরাসা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হয়। পরিচয়পত্রহীন কোন অভিভাবককে ছাত্রীর সাথে সাক্ষাৎ করতে বা ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না।
• জরুরী সংবাদ পৌঁছাতে হলে বাদ ফজর ১ ঘণ্টা ও বাদ আসর ১ ঘণ্টা মাদরাসা অফিসে ফোন করা যাবে। তবে কোন অবস্থাতেই ছাত্রীর হাতে টেলিফোন ও মোবাইল সেট দেয়া হয় না, এমন কি কোন অভিভাবকও দিবেন না।
• ছুটির প্রয়োজন হলে অভিভাবকের সুপারিশক্রমে দরখাস্তের মাধ্যমে কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাসে একবার কেবল বৃহস্পতিবার আসর হতে শুক্রবার আসর পর্যন্ত ছুটি গ্রহণ করা যাবে।
তবে এক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষের সিন্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।
• মাহরাম ব্যতীত কারো সাথে ছাত্রীর সাক্ষাৎ ও যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নতুন আপডেট

পেতে সাইন আপ করুন