ছাত্রীদের মেধাবিকাশ এবং প্রতিষ্ঠানের লেখা পড়ার পরিবেশ সৃষ্টির লক্ষে দেশি ও বিদেশি পুস্তকাদি, শিশু সাহিত্য , ম্যগাজিন, ইসলামি-সাহিত্য সংস্কৃতিক, ইতিহাস ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের নির্ভরযোগ্য পুস্তাকাদি সম্বলিত একটি পাঠাগার রয়েছে। ভবিষ্যতে পাঠাগারটি আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
• বক্তৃতা প্রশিক্ষণ মজলিস
• দেয়ালিকা
• গবেষনা ও প্রকাশনা বিভাগ
• অন্যান্য প্রশিক্ষণ
