সাফল্য

আল্লাহর অশেষ করুণা ও রহমতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র মাদরাসা হতে এ পর্যন্ত বহু সংখ্যক ছাত্রী কওমী মাদরাসার সর্বোচ্চ শ্রেণি ‘দাওরায়ে হাদিস’ সাফল্যের সাথে সমাপনান্তে ‘আলেমা’ উপাধিতে ভূষিত হয়ে দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের খেদমত আনজাম দিয়ে যাচ্ছেন। হিফজুল কুরআন বিভাগ হতে এ পর্যন্ত  অনেক ছাত্রী হাফেজা হয়ে বেরিয়েছেন।

এ ছাড়াও মাদরাসা কর্তৃক পরিচালিত বিভিন্ন দ্বীনি প্রশিক্ষণ ও কোর্স সমাপন করে হাজার হাজার নারী ঈমানী দীপ্তিতে উজ্জ্বল হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। অত্র মাদরাসার ছাত্রীরা আল হাইআতুল ‍উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও  বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের আওতাধীন কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতি বছর মেধাতালিকায় শীর্ষস্থান অধিকার করণসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে।

নতুন আপডেট

পেতে সাইন আপ করুন