উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা

প্রতিষ্ঠাতা পরিচালক- হযরত মাওলানা মুহাম্মাদ আনোয়ারুল হক দা.বা.

পরিচিতি

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসাটি একটি খালেস দ্বীনি নারী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে মাতৃ জাতির মধ্যে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারের লক্ষ্যে ‘তাহিরাতুননিসা ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদরাসা’ নামে অত্র মাদরাসাটি যাত্রা শুরু করে। সেই থেকে অদ্যাবধি নারী সমাজের মাঝে দ্বীনি ইলমের অমলিন শুভ্র আলো বিচ্ছুরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠিত হওয়ার কিছু দিনের মধ্যেই সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষাগত মানের দিক থেকে মাদরাসাটি দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম ও দ্বীনদার মহলে ব্যাপক পরিচিতি এবং সুখ্যাতি অর্জন করে।

More

বৈশিষ্ট্যসমূহ
* সাধারণ শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে দেশী-বিদেশী গ্রন্থ নির্বাচনের মাধ্যমে অতি উন্নত সিলেবাস।

* শিক্ষা ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতালব্ধ ও প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা কর্তৃক পাঠ দান।

* নারী সমাজের মধ্যে দ্বীনি দাওয়াত ও তাবলীগের প্রচার-প্রসারের লক্ষ্যে ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে যুগোপযোগী মুবাল্লিগা হিসেবে গড়ে তোলার কার্যকর প্রয়াস।More

সাফল্য

আল্লাহর অশেষ করুণা ও রহমতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র মাদরাসা হতে এ পর্যন্ত বহুসংখ্যক ছাত্রী কওমী মাদরাসার সর্বোচ্চ শ্রেণি ‘দাওরায়ে হাদিস’ (স্নাতকোত্তর) সাফল্যের সাথে সমাপনান্তে ‘আলেমা’ উপাধিতে ভূষিত হয়ে দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের খেদমত আনজাম দিয়ে যাচ্ছেন। হিফজুল কুরআন বিভাগ হতে ও এ পর্যন্ত অনেক ছাত্রী হাফেজা হয়ে বেরিয়েছেন। এ ছাড়াও মাদরাসা কর্তৃক পরিচালিত বিভিন্ন দ্বীনি প্রশিক্ষণ ও কোর্স সমাপন করে হাজার হাজার নারী ঈমানী দীপ্তিতে উজ্জ্বল হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।

More

ছাত্রী ভর্তি নিয়ামাবলী

আরবি বছরের  ৭ই শাওয়াল হতে নতুন শিক্ষাবর্ষ ও কার্যক্রম শুরু হয়। মাদরাসা অফিস থেকে ১০০/- (একশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়। যে কোন শাখায় ভর্তি ফি  ২৯০০/- (দুই হাজার নয় শত) টাকা মাত্র  অফেরৎ যোগ্য।  সাথে এক মাসের বেতন, হলচার্জ ও খোরাকির টাকা অগ্রিম প্রদান করতে হয়।

* আবাসিক ছাত্রীদের মাসিক বেতন ও হলচার্জ ১৩০০ টাকা এবং খোরাকী ২৫০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে সর্বমোট ৩৮০০/- (তিন  হাজার আট শত ) টাকা। তবে   শিশু  হতে ইবতেদায়ি- ৫ পর্যন্ত খোরাকী ২৩০০ টাকা, মাসিক বেতন ও হলচার্জ ১৩০০/- টাকা অর্থাৎ প্রতি মাসে ৩৬০০ (তিন হাজার ছয় শত ) টাকা প্রদান করতে হয়।

১২ মাসেরই বেতন ও হলচার্জ পরিশোধ করতে হবে। উল্লেখ্য, মাসে ২০ দিন খানা জারী থাকলেই পূর্ণ মাস গণ্য হবে।

Read More

উম্মাহাতুল মুমিনীন পাঠাগার

ছাত্রীদের মেধাবিকাশ এবং প্রতিষ্ঠানে লেখা-পড়ার পরিবেশ সৃষ্টির লক্ষে দেশ ও বিদেশী বই, শিশু-সাহিত্য, ম্যাগাজিন, ইসলামি সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের নির্ভযোগ্য পুস্তকাদী সম্বলিত একটি পাঠাগার রয়েছে। ভবিষ্যতে উক্ত পাঠাগার আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে ইনশা-আল্লাহ।

More info

বক্তৃতা প্রশিক্ষণ মজলিস
বক্তৃতা প্রশিক্ষণ মজলিস
0%
দেয়ালিকা
দেয়ালিকা
0%
গবেষনা ও প্রকাশনা বিভাগ
গবেষনা ও প্রকাশনা বিভাগ
0%
অন্যান্ন প্রশিক্ষণ
অন্যান্ন প্রশিক্ষণ
0%

প্রতিষ্ঠাতা-পরিচালক পরিচিতি

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্জ হযরত মাওলানা মুহাম্মাদ আনোয়ারুল হক সাহেব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁ থানার সোনারকান্দী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনান্তে হোসাইনিয়া মাদরাসা বড়কাটারায় ভর্তি হন। অতঃপর লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়া উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমাপান্তে দারুল উলুম খাদেমুল ইসলাম গওহার ডাঙ্গা দুবছর পড়ার পর দারুল উলূম মাদানিয়া মাদরাসা (যাত্রাবাড়ি, ঢাকা) হতে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস প্রথম বিভাগে পাস করেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে দাখিল, আলিম, ফজিল ও কামিল (ফিকাহ ও তাফসির) কৃতিত্বের সহিত পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আরবি সাহিত্যে অনার্স ও মাস্টার্স-এ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এর পর ১৯৯৮ সালে উচ্চতর শিক্ষা লাভের জন্য বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং কৃতিত্বের সাথে কোর্স সমাপন করে দেশে ফিরে আসেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম ফিল গবেষণায় রত আছেন।

১৯৮৮ ইং সালে ছাত্র জীবন থেকেই তিনি গুলশান উত্তর জামে মসজিদের খতীব ও ইমাম হিসেবে অদ্যবদি দায়িত্ব পালন পাল করে আসছেন। তাছাড়াও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষা দানে নিয়োজিত রয়েছেন।

ছাত্র জীবন হতেই তিনি দ্বীনি শিক্ষাকে সর্ব ব্যাপি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার চেষ্টার সসল উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, সোনারকান্দী মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, সোনারগাঁও, মুহাম্মাদিয়া কিন্ডারগার্টেন ও তাহফিজুল কুরআন মাদরাসা, গুলশান, ঢাকা, বর্তমানে তিনি উম্মাহাতুল মুমিনীন ট্রাস্ট এর চেয়ারম্যান। ট্রাস্টের অধীনে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন। আল্লাহ তার নেক হায়াত ও ইখলাসের সাথে দীনি কাজ করার তাওফিক দান করুক। আমীন।

– শিক্ষা সচিব, অত্র মাদরাসাRead More

 নোটিশ

এতদ্বারা উম্মাহাতুর মুমিনীন মহিলা মাদরাসার সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদরাসার সকল বিভাগের ছুটি 09 এপ্রিল 2020 ইং এর পরিবর্তে 30 মে 2020 ইং পর্যন্ত ছুটি বর্ধিত করা হলো।

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমাণের ক্রমবর্ধমান  ঝুঁকি অব্যাহত থাকার প্রেক্ষিতে সার্বিক করোনা পরিস্থিতি ও আসন্ন মাহে রামাযানকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবক উদ্বোধন

১৪৪০-৪১ হি. ২০১৯-২০ শিক্ষাবর্ষের সবক উদ্বোধন আগমী ১৭/০৬/২০১৯ ইং রোজ সোমবার, বাদ যোহর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

উদ্বোধনী দরস দিবন,  উপহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল হাদিস, উসতাযুল আসাতিযা,  আল্লামা নূর হুসাইন কাসেমী দা. বা. প্রতিষ্ঠাতা-মুহাতামিম জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

অনলাইন /অফলাইন  ভর্তি চলছে!

৭ শাওয়াল থেকে  নতুন (২০২০-২১) শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। অনলাইন ভর্তি আবেদন লিংক:  https://forms.gle/gd5c1fu5KTuE11in6

বিভাগসমূহ:  * হিফযুল কুরআন বিভাগ * নাজেরা বিভাগ * দাওরায়ে হাদিস (মাস্টার্স ) পর্যন্ত কিতাব বিভাগ * বিশেষ কোর্স
সকল প্রকার যোগাযোগ:
প্রধান শাখা: ৪১৭ কোকাকোলা ঢালীবাড়ি কাঁচাবাজার সংলগ্ন,(এ্যাপোলো রোড) গুলশান, ভাটারা, ঢাকা।

আমাদের কোথায় কোন শাখা নেই।

নতুন আপডেট

পেতে সাইন আপ করুন