উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা
প্রতিষ্ঠাতা পরিচালক- হযরত মাওলানা মুহাম্মাদ আনোয়ারুল হক দা.বা.
ছাত্রী ভর্তি নিয়ামাবলী
আরবি বছরের ৭ই শাওয়াল হতে নতুন শিক্ষাবর্ষ ও কার্যক্রম শুরু হয়। মাদরাসা অফিস থেকে ১০০/- (একশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়। যে কোন শাখায় ভর্তি ফি পুরাতন ছাত্রী ২৪০০/- (দুই হাজার চার শত) টাকা নতুন ছাত্রী ২৯০০/- (দুই হাজার নয় শত) টাকা মাত্র অফেরৎ যোগ্য। সাথে এক মাসের বেতন, হলচার্জ ও খোরাকির টাকা অগ্রিম প্রদান করতে হয়।
* আবাসিক ছাত্রীদের মাসিক বেতন ও হলচার্জ ১২০০ টাকা এবং খোরাকী ২৩০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে সর্বমোট ৩৫০০/- (তিন হাজার পাঁচ শত ) টাকা। তবে ইবতেদায়ি -১ হতে ইবতেদায়ি- ৫ পর্যন্ত খোরাকী ২১০০ টাকা, মাসিক বেতন ও হলচার্জ ১২০০/- টাকা অর্থাৎ প্রতি মাসে ৩৩০০ (তিন হাজার তিন শত ) টাকা প্রদান করতে হয়।
১২ মাসেরই বেতন ও হলচার্জ পরিশোধ করতে হবে। উল্লেখ্য, মাসে ২০ দিন খানা জারী থাকলেই পূর্ণ মাস গণ্য হবে।