Mar13
0

About Of The Founderপ্রতিষ্ঠাতা-পরিচালক পরিচিতিعن المؤسس

Founder Director Share this post

Mr. Moulana Mohammad Anwarul Haque, the founder administrator of the organization hailed from a noble family in the village Sonarkandhi in Narayanganj district. He completed his primary education in his village and later enrolled in Hossainia Madrasah at Bara Katra in Dhaka. Upon completion of his higher secondary level in Lalbagh Jaamia Qurania Arabia Madrasah, Dhaka, Mr. Anwarul Haque passed DOWRA-E-HADITH in first class with distinction FROM Darul Ulum Madania Madrasah in Jatra Bari, Dhaka.He also completed Dhakil, Alim, Fazil and Kamil (Fiqhand Tafsir) under Bangladesh Madrasah Education Board with credit level and later he successfully passed in 1st class in Honors and Masters from Dhaka University in Arabic literature. Afterwards, he left for Egypt for higher education in world famous Al Azhar University and returned home after completing the course successfully.
Presently, Mr. Haque is doing M. Phil and busy with research in Dhaka University. Besides above, he is also working as a part time lecturer in Darul Ihsan University. His motto is to spread the Islamic education all over the places to preach the best teaching of Islam in light of Quran and Hadith.

– Chief of Education

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্জ হযরত মাওলানা মুহাম্মাদ আনোয়ারুল হক সাহেব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁ থানার সোনারকান্দী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপনান্তে ১৯৮০ সালে পুরান ঢাকার জামিয়া হোসাইনিয়া বড়কাটারা মাদরাসায় মাধ্যমিকে ভর্তি হন। অতঃপর লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়া উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমাপান্তে দারুল উলুম খাদেমুল ইসলাম গওহার ডাঙ্গা মাদরাসায় (হেদায়া-মেশকাত) দুবছর পড়ার পর জামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসা, যাত্রাবাড়ি, ঢাকা হতে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস প্রথম বিভাগে পাস করেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে দাখিল, আলিম, ফজিল ও কামিল (ফিকাহ ও তাফসির) কৃতিত্বের সহিত পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আরবি সাহিত্যে অনার্স ও মাস্টার্স-এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় হতে ইসলামী দাওয়া ও স্টাডিজে মাষ্টার সমপাপণ করেন। ১৯৯৮ সালে উচ্চতর শিক্ষা লাভের জন্য বিশ্ব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং কৃতিত্বের সাথে কোর্স সমাপন করে দেশে ফিরে আসেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম ফিল গবেষণায় রত আছেন।
১৯৮৮ ইং সালে ছাত্র জীবন থেকেই তিনি গুলশান উত্তর জামে মসজিদের খতীব ও ইমাম হিসেবে অদ্যবদি দায়িত্ব পালন পাল করে আসছেন। তাছাড়াও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষা দানে নিয়োজিত রয়েছেন।

ছাত্র জীবন হতেই তিনি দ্বীনি শিক্ষাকে সর্ব ব্যাপি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার চেষ্টার ফসল উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, সোনারকান্দী মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, সোনারগাঁও, মুহাম্মাদিয়া কিন্ডারগার্টেন ও তাহফিজুল কুরআন মাদরাসা, গুলশান, ঢাকা, বর্তমানে তিনি উম্মাহাতুল মুমিনীন ট্রাস্ট এর চেয়ারম্যান। ট্রাস্টের অধীনে মসজিদ, মাদরাসা,ও হাসপাতালসহ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন। আল্লাহ তার নেক হায়াত ও ইখলাসের সাথে দীনি কাজ করার তাওফিক দান করুক। আমীন।
-শিক্ষাসচিব
أشاد السيد محمد مولانا أنوار الحق، المسؤول مؤسس للمنظمة من عائلة نبيلة في قرية في منطقة Sonarkandhi نارايانجانج. أكمل تعليمه الابتدائي في قريته والتحق في وقت لاحق في المدارس الدينية في كاترا Hossainia بارا في دكا. عند الانتهاء من أعلى مستوى له في الثانوية Jaamia الباغ المدارس الدينية السعودية Qurania، دكا، أصدر السيد أنور انعام الحق DOWRA-E الحديث في الدرجة الأولى بامتياز من Madania دار العلوم في المدارس الدينية باري جاترا، Dhaka.He Dhakil أنجزت أيضا، العليم، فاضل وكميل (Fiqhand التفسير) في إطار المجلس بنغلاديش التعليم المدارس الدينية مع مستوى الائتمان في وقت لاحق واجتازوا بنجاح في 1st صنف في مرتبة الشرف والماجستير من جامعة داكا في الأدب العربي. بعد ذلك، غادر لمصر للتعليم العالي في العالم الشهير جامعة الأزهر وعاد الى الوطن بعد الانتهاء من الدورة بنجاح.
في الوقت الحاضر، يقوم به السيد حق M. فيل ومشغول بالبحث في جامعة دكا. بالاضافة الى ما تقدم، وهو يعمل أيضا محاضرا كجزء الوقت في دار إحسان الجامعة. شعاره هو نشر التربية الإسلامية في جميع أنحاء أماكن أفضل للتبشير تدريس الإسلام في ضوء القرآن والحديث.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *